fbpx

১ টাকা কেজি চাল-ডাল, তেল পাবেন ৪ টাকা কেজিতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১ টাকায় ১ কেজি চাল! কথাটা শুনলেই যে কারো কান খাড়া হয়ে যাবে। মুখ থেকে বের হয়ে আসবে, ‘আসলেই কি সত্য?’ বাক্যটি।

শুধু চাল নয় ডালও পাওয়া যাচ্ছে ১ কেজি ১ টাকায়। সয়াবিন তেল পাওয়া যাচ্ছে ৪ টাকা কেজিতে। আর ডিমের ডজন ৩ টাকা।

ভাবছেন দেশে কি শায়েস্তা খাঁর আমল শুরু হয়ে গেলো! না শায়েস্তা খাঁর আমল না।

‘এক টাকায় কেনার আনন্দ’ নামে একটি ব্যতিক্রমী সুপারশপ চালু হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় এই আয়োজন। চাল, ডাল, ডিম থেকে শুরু করে নানা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এই বাজারে।

১ টাকা কেজি চাল-ডাল, তেল পাবেন ৪ টাকা কেজিতে

সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য নগরীর বাকলিয়া থানাধীন একটি কনভেনশন সেন্টারে এই সুপারশপের উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। পাশাপাশি তিনি গাড়ির মধ্যে সাজানো ভ্রাম্যমাণ একটি বিপণি বিতানও উদ্বোধন করেন। এই গাড়ি বিভিন্ন এলাকায় পণ্য নিয়ে ঘুরে বেড়াবে ১ টাকায় বাজারের ক্রেতা খুঁজতে।

আয়োজকরা জানিয়েছেন, ১০ হাজার অতি দরিদ্র পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য উপহার দেওয়া হবে। আর তারই অংশ হিসেবে এই ১ টাকায় বাজার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, বিদ্যানন্দের বোর্ড মেম্বার নাফিজ চৌধুরী ও জামাল উদ্দিন এবং সিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

Advertisement
Share.

Leave A Reply