fbpx

১ ফেব্রুয়ারি থেকে খুলনায় বইমেলা শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১ ফেব্রুয়ারি থেকে খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে এ মেলা চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। তবে শুক্রবারসহ ছুটির দিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেলা চলবে।

বুধবার দুপুরে বইমেলা আয়োজন উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইউসুপ আলী, পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কামার মৈত্র।

সভায় জানানো হয়, মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বইমেলা প্রাঙ্গণ ধুমপানমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। এছাড়া শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন থাকবে। শিক্ষার্থীদের জন্য বই পাঠের ব্যবস্থাও থাকবে।

Advertisement
Share.

Leave A Reply