fbpx

১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে প্রগতিশীল ছাত্র সংগঠন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করছেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহাবাগের সড়ক অবরোধ করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন তারা ।

এসময় তারা লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয়। এ কর্মসূচি ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়।

তারা  আরও জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টায় টিএসসি থেকে মশাল মিছিল করা হবে। ১লা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানায় ছাত্র সংগঠনগুলো।

লেখক মুশতাক হত্যার প্রতিবাদে গতকাল রাত থেকে আন্দোলন করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় তারা।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিলের দাবিও জানান তারা ।

Advertisement
Share.

Leave A Reply