fbpx

২০২১ সালেই দেশে মোবাইল উৎপাদন করবে মটোরোলা  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১ সালেই দেশে মোবাইল তৈরির কারখানা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান মটোরোলা। জুন মাসের মধ্যে ‘কারখানা সেটআপ’ শেষ হবার পরই মোবাইল উৎপাদনের চূড়ান্ত ঘোষণা আসবে।

তবে এ ঘোষণার আগে মটোরোলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফরে এসে বাস্তবতা যাচাইসহ সরকারের সঙ্গে বৈঠক করবেন।  করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেই বাংলাদেশে তারা মোবাইল উৎপাদন করবে বলে মটোরোলা মোবাইলের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত এই বলেন, ‘এ বছরই আমরা কারখানা চালু করবো। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতি অনুকূলে আসার ওপর।’

তবে উৎপাদনের শুরুতে স্মার্টফোনকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। বলেন, ‘এর আগে আমরা স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চাই। স্মার্টফোনের পর আমরা ফিচার ফোন উৎপাদনে যাবো।

ফিচার ফোনের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফিচার ফোনের বাজার এখনও মোট মোবাইলফোন বাজারের ৭০ শতাংশ। এই বিশাল বাজারকে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই।’

জানা গেছে, কারখানার জন্য মটোরোলা সরাসরি এবং বাংলাদেশের প্রতিষ্ঠানটির অংশীজন— দুই পক্ষই যৌথভাবে বিনিয়োগ করবে। কে কত শতাংশ বিনিয়োগ করবে, তা চূড়ান্ত না হলেও মটোরোলা যে বেশি অংশ বিনিয়োগ করবে, সে বিষয়ে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। সেলেক্সট্রা লিমিটেড কারখানার জন্য গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জায়গা বরাদ্দের জন্য আবেদন করবে। এছাড়া বিটিআরসিতেও কারখানার জন্য আবেদন করা হবে।

এদিকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিটিআরসির চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, ‘বর্তমানে দেশে ১২টি মোবাইল কারখানা রয়েছে। প্রায় সবকটিতেই মোবাইল তৈরি হচ্ছে। সেই হিসেবে ১৩তম মোবাইল ফোন তৈরির কারখানা হতে পারে মটোরোলা। ’

Advertisement
Share.

Leave A Reply