fbpx

২০২১ সালে দেশে ১,৮৩৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ২০২১ সালে বাংলাদেশে ১,৮৩৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

ধর্ষণের শিকার নারীদের মধ্যে ১,০৪৭ জন ১৮ বছরের কম বয়সী। আর গণধর্ষণের শিকার হয়েছেন ২৯৬ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫২ জন নারীকে

এইচআরএসএস আরও জানিয়েছে, বিভিন্ন সংবাদপত্র থেকে এই তথ্য সংকলন করা হয়েছে যার ফলে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে তারা।  ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের নারীরা যৌতুক না দেওয়ার এখনো নির্যাতনের শিকার হচ্ছে।

এইচআরএসএস-এর তথ্য অনুযায়ী, ২০২১ সালে যৌতুক দিতে অস্বীকার করায় ১১৩ জন নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং ৪২ জনকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে বহু বছর ধরে চলে আসা অ্যাসিড হামলার বিরুদ্ধে যথেষ্ট এবং ব্যাপক সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান সত্ত্বেও এখনও তা অব্যাহত রয়েছে। ২০২১ সালে, অ্যাসিড হামলায় চারজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন।

রাজনৈতিক অস্থিরতা মৃত্যুর আরেকটি বড় কারণ। ২০২১ সালে, রাজনৈতিক অস্থিরতার কারণে ৪,৩৫২ জন আহত এবং ৮২ জন নিহত হয়েছেন।

এছাড়া, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় অন্তত ৫,৪০১ জন আহত এবং ১৭ জন নিহত হয়েছেন বলেও ওই তথ্য জানানো হয়।

Advertisement
Share.

Leave A Reply