fbpx

‘২০২২ এর জুনে পদ্মাসেতু-মেট্রোরেলের উদ্বোধন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২২ সালের জুন মাসে পদ্মাসেতু এবং মেট্রোরেল প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৩ জানুয়ারি) সচিবালয়ে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চট্টগ্রামের কর্ণফুলী টানেল চালু করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘পদ্মাসেতুর চালুর সময় সীমা কিছুটা বাড়ানো হয়েছে। ২০২২ সালের জুন নাগাদ এটি চালু করা সম্ভব হবে। একই সময়ে আরও তিন প্রকল্প চালু হয়ে যাবে’।

পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৪ সালের নভেম্বরে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটি নির্মাণের দায়িত্বে ছিল। আর ২০২০ সালের ১০ ডিসেম্বর ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু।

অন্যদিকে ২০১৭ সালের আগস্ট মাসে ঢাকা মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হয়। মেট্রোরেল প্রকল্পের দৈর্ঘ্য ধরা হয় ২০ দশমিক ১ কিলোমিটার। প্রকল্প ব্যয় ধরা হয়েছ ২২ হাজার ৯৮৫ কোটি টাকা। আর এটি নির্মাণে অর্থায়ন করছে জাইকা।

Advertisement
Share.

Leave A Reply