fbpx

২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন ট্রাম্প

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্থানীয় সময় ১৫ নভেম্বর (মঙ্গলবার) ফ্লোরিডার ট্রাম্পের মার-আ-লাগো এস্টেটে এ ঘোষণা দেন। খবর বিবিসি।

এ সময় সেখানে থাকা শত শত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমেরিকাকে আবার মহান এবং গৌরবময় করার জন্য। আমি আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।

ট্রাম্প বলেছেন, আমি এ প্রতিদ্বন্দ্বিতায় নামছি কারণ, আমি বিশ্বাস করি- এই জাতি কী হতে পারে তার আসল মহিমা বিশ্ব এখনও দেখেনি। দেশটিতে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানদের কংগ্রেসে যে সাফল্য পাওয়ার কথা ছিল তা পায়নি।

ইতোমধ্যে সিনেটে ডেমোক্রেটদের জয় নিশ্চিত হয়েছে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের যে বিপুল আসন পাওয়ার আভাস করেছিল দলটি তা পাচ্ছে না। তার মধ্যেই ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন ট্রাম্প।

Advertisement
Share.

Leave A Reply