fbpx

২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করেছে জাতীয় সংসদ। শনিবার (২৯ জুন) সামান্য সংশোধনীসহ রবিবার (৩০ জুন) জাতীয় সংসদে এই অর্থ বিল ২০২৪ পাস হয়।

সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এই বিলে ১২ লাখ ৪১ হাজার ৭৫২ কোটি টাকা বাজেট বরাদ্দ চাওয়া হয়। সংসদে পাস হওয়া এই বাজেট (নির্দিষ্টকরণ আইন) রাষ্ট্রপতির অনুমোদনের পর ১ জুলাই থেকে (২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন) থেকে কার্যকর হবে।

এরপর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৪ পাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন। এর আগে গত ৬ জুন ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ স্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

Advertisement
Share.

Leave A Reply