fbpx

২০ অক্টোবর বন্ধ থাকবে ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী বুধবার (২০ অক্টোবর)। সেদিন দেশের শেয়ার বাজারও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল আগামী মঙ্গলবার (১৯ অক্টোবর)। কিন্তু, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত এ ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর, বুধবার নির্ধারণ করা হলো।

সমগ্র বিশ্বের মুসলমানরা ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.) -এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে। এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ফলে, সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এদিন বন্ধ থাকে।

Advertisement
Share.

Leave A Reply