fbpx

২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি টানলো যুক্তরাষ্ট্র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের কাবুল বিমানবন্দর ত্যাগ করেছে শেষ মার্কিন সামরিক বিমান।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জির বরাত দিয়ে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বিবিসি ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানিয়েছেন, শেষ মার্কিন সামরিক বিমান সি-১৭ কাবুলের স্থানীয় সময় ৩০ আগস্ট দিবাগত রাত ১২টার কিছু আগে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তখন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ছিল সোমবার বেলা ৩টা ২৯ মিনিট।

২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি টানলো যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

জেনারেল ম্যাকেঞ্জি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি অনুযায়ী, মার্কিন বাহিনী ৩১ আগস্টের সময়সীমার মধ্যেই আফগানিস্তানের আকাশসীমা ছেড়ে দিয়েছে। কাবুল থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

ম্যাকেঞ্জি ঘোষণা দিয়ে বলেন, ‘আমি আফগানিস্তান থেকে আমাদের সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার ঘোষণা দিচ্ছি। আমেরিকার সব নাগরিকদের সরিয়ে নেওয়ার মাধ্যমে সেখানে আমাদের সামরিক অভিযানের সমাপ্তি হলো।’

এর মধ্য দিয়ে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের আনুষ্ঠানিক অবসান হলো।

Advertisement
Share.

Leave A Reply