fbpx

২১টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি সপ্তাহেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

১২ অক্টোবর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের একটি অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমে  তিনি এ কথা বলেন। এ সময় টিকার সংরক্ষণ জটিলতার কারণে মাত্র ২১ টি কেন্দ্রে শিশুদের টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

খুরশিদ আলম জানান, চলতি সপ্তাহেই শিশু-কিশোরদের টিকা দেয়া শুরু হবে। তবে প্রথমে কোন কেন্দ্র থেকে শুরু করা হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে। ফাইজারের টিকা দেয়া হবে। আর এই টীকা সংরক্ষণ ও পরিবহনের জটিলতার কারণে সারাদেশের সব জায়গায় দেয়া হবে না বলেও জানান খুরশিদ আলম।

নিবন্ধন প্রক্রিয়ায় ক্ষেত্রে তিনি জানান, প্রথমে স্কুলের কাছ থেকে তালিকা এনে তাদের টিকা দেয়া হবে। তাদের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে যুক্ত করা হবে। পরে নিবন্ধনের ব্যবস্থা করা হবে। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে।

Advertisement
Share.

Leave A Reply