fbpx

২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোভ্যাক্সসহ বিভিন্ন উৎস থেকে করোনাভাইরাসের ২১ কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

১৮ আগস্ট (বুধবার) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাস্থ্যসেবা ও করোনা ব্যবস্থাপনা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। এছাড়া টিকা পাওয়ার বিষয়টি নিয়েও আশ্বস্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ‘টিকা ক্রয়ের জন্য সর্বশেষ ক্রয় সংক্রান্ত সভায় ছয় কোটি ডোজ টিকা ক্রয়ে অনুমোদন দেয়া হয়। তবে স্বাস্থ্যসেবা বিভাগ আজ জানিয়েছে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এরই মধ্যে তিন কোটি ১০ লাখ ডোজ টিকা ক্রয় করা হয়েছে জানান সচিব। এর মধ্যে দেশের মানুষকে দুই কোটি পাঁচ লাখ টিকা দেয়া হয়েছে। এখন এক কোটি চার লাখ ডোজ টিকা হাতে আছে। ধাপে ধাপে সেগুলো দেয়া হচ্ছে।’

এর আগে সকালে রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

চলতি বছর করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারঘোষিত বিধিনিষেধ তুলে নেয়ার পর নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হয় আজ।

Advertisement
Share.

Leave A Reply