fbpx

২২ ব্যাংকে আমানতের পরিমাণ ৭৩ শতাংশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের ২২ টি ব্যাংকে ৯ লাখ ৭২ হাজার ৮৬৬ কোটি টাকা আমানত রয়েছে। সে হিসেবে ব্যাংকিং খাতের মোট আমানতের চারভাগের তিনভাগ এই এক তৃতীয়াংশ ব্যাংকে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে অনুযায়ী, বর্তমানে দেশে ৫৮টি ব্যাংক আছে। এর মধ্যে ২২টি ব্যাংকের কাছে ৭২ দশমিক ৮৪ শতাংশ বা ৯ লাখ ৭২ হাজার ৮৬৬ কোটি টাকা আমানত রয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৫ হাজার ৪৩৬ কোটি টাকা।

এই আমানতধারী ব্যাংকের মধ্যে প্রথম স্থানে আছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক। গ্রাহকরা এই ব্যাংকে সবচেয়ে বেশি টাকা রেখেছেন। তাদের কাছে রাখা মোট আমানতের পরিমাণ ৮ দশমিক ৫৬ শতাংশ বা ১ লাখ ১৫ হাজার ১৫৮ কোটি টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তাদের কাছে রয়েছে ১ লাখ কোটি টাকারও বেশি আমানত। ব্যাংকটিতে চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতের মোট আমানতের ৮ দশমিক শূন্য ১ শতাংশ বা ১ লাখ ৭ হাজার ৮০২ কোটি টাকা রয়েছে।

বাকি ২০ টি ব্যাংকে আমানতের ২ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত তহবিল ছিল।

এই ২২টি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকসহ পাঁচটি ইসলামিক শরীয়া ভিত্তিক ব্যাংক এবং সোনালী ব্যাংকসহ রাষ্ট্রীয় মালিকানাধীন আরও পাঁচটি ব্যাংক রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত সরকারী মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকে আমানতের পরিমাণ ৭৭ হাজার ৪৭৮ কোটি টাকা, জনতা ব্যাংকে ৭১ হাজার ১০ কোটি টাকা, রূপালী ব্যাংকে ৪৯ হাজার কোটি টাকা এবং পূবালী ব্যাংকে ৪১ হাজার ১৫২ কোটি টাকা।

এছাড়া পাঁচটি ইসলামিক শরীয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে ৪০ হাজার ১৪৮ কোটি টাকা, এক্সিম ব্যাংকে ৩৪ হাজার ১৬৮ কোটি টাকা, আল আরাফাহ ইসলামী ব্যাংকে রয়েছে ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা, স্যোশাল ইসলামী ব্যাংকে ২৯ হাজার ৪৭২ কোটি টাকা আমানত রয়েছে।

আর বেসরকারি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকে ৩৯ হাজার ১৯৫ কোটি টাকা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে ৩৭ হাজার ৭শ ৭ কোটি টাকা, ডাচ বাংলা ব্যাংকে ৩৫ হাজার ৪১৭ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংকে ৩২ হাজার ৮৮৪ কোটি টাকা, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে রয়েছে ৩১ হাজার ৮৮৫ কোটি টাকা, ব্যাংক এশিয়ায় ২৯ হাজার ৩৮৫ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকে ২৮ হাজার ৭২৬ কোটি ৫৬ লাখ টাকা, সিটি ব্যাংকে ২৮ হাজার ৪৭৬ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকে ২৮ হাজার ৩৯৮ কোটি টাকা,  বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭ হাজার ৮৮২ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংকে ২৭ হাজার ৭৩৭ কোটি টাকা এবং এবি ব্যাংকে ২৬ হাজার ৯৩০ কোটি টাকা আমানর রাখা আছে।

Advertisement
Share.

Leave A Reply