fbpx

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩১৫ রোগী হাসপাতালে, ১ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ সেপ্টেম্বর আজ সকাল ৮ টা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৫ জন। এদের মধ্যে ২৬২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ৫৩ জন ঢাকার বাইরে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।

৫ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮১৬ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হয়েছে ৫২ জনের ।

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে ১ হাজার ৪৬০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত আগস্ট মাসেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৬৯৮ জনের। আর গত জুলাইয়ে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৩১ জন ও ঢাকার বাইরে ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply