fbpx

২৬ মার্চ থেকে ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলাচল শুরু হচ্ছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৬ মার্চ থেকে চালু হতে যাচ্ছে ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে রেল সেবা। সপ্তাহে ২ দিন চলাচল করবে এই ট্রেন।

ট্রেনটি জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে সোম এবং বৃহস্পতিবার আর মঙ্গল এবং শুক্রবার ছেড়ে যাবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে।

এতে থাকবে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ ও একটি ডিজেল ইঞ্জিন। ভারত থেকে ছেড়ে বিরতিহীন ৯ ঘণ্টার যাত্রার পর ট্রেনটি গন্তব্যে পৌঁছবে। এমনটাই জানিয়েছে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।

গত ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে এই রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হয়। জলপাইগুড়ি থেকে ঢাকার দূরত্ব ৫৩০ কিলোমিটার।

২০০৮ সালের ১৪ এপ্রিল চালু হয় মৈত্রী এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালের ৯ নভেম্বর। নতুন এই ট্রেনটি হবে দুই দেশের মধ্যে তৃতীয় ট্রেন।

এছাড়া ভারতের হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরুর প্রক্রিয়া চলছে।

Advertisement
Share.

Leave A Reply