fbpx

২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবে হচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচন? চট্টলাবাসীর দীর্ঘদিনের এই প্রশ্নের উত্তর দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

সোমবার ১৪ ডিসেম্বর তিনি গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে আসছে ২৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

তিনি আরও জানান, যেসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হয়েছে, সেখানে নতুন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সংরক্ষিত ওয়ার্ড ৬, সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত। যারা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।

২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচন

নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর ভোটের নতুন তারিখ ঘোষণা করেন। ছবি : সংগৃহীত

গত বছরে ২৯ মার্চ এই ভোট হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস সংক্রমণের কারণে শেষ সময়ে ভোট স্থগিত করা হয়।

ঐ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে একই নির্বাচনে চট্টগ্রাম নগরের দলীয় সভাপতি ডা. শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম সুজন।

Advertisement
Share.

Leave A Reply