fbpx

২৭ টাকা কেজিতে ধান ও ৪০ টাকা কেজিতে চাল কিনবে সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বোরো মৌসুমে সরকার ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বেলা ১১টার দিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, এবারের বোরো মৌসুমে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ও ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।

মন্ত্রী আরও বলেন, ২৮ এপ্রিল থেকে ধান ও ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। সংগ্রহ শেষ হবে আগামী ৩১ আগস্ট।

এর আগের বোরো মৌসুমে সরকার ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য  নির্ধারণ করেছিল।

Advertisement
Share.

Leave A Reply