fbpx

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবররীন বৃহস্পতিবার ‘সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে’ সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, সফরকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং এফবিসিসিআই-এর নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, একই দিনে ফরেন অফিস কনসাল্টেশন অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়ে দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে।

সেহেলী সাবররীন জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় ঢাকায় আর্জেন্টাইন দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে। নয়াদিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাসের উপ-মিশন প্রধান (ডিসিএম) বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

দ্রুততম সময়ের মধ্যে দূতাবাস খোলার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির আর্জেন্টাইন দূতাবাস যৌথভাবে কাজ করছে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বুয়েনস আয়ারস-এ মিশন খোলার সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেবে।

Advertisement
Share.

Leave A Reply