fbpx

২৯ বছর পর কাদিজে ডুবলো বার্সা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বার্সেলোনার বর্তমান কোচ রোনাল্ড কুম্যানকে আবারো ফিরতে হলো ২৯ বছর আগের দু:সহ স্মৃতিতে। সবশেষ কাদিজের কাছে বার্সা হেরেছিলো ১৯৯১ সালে।

তখন খেলোয়াড় হিসেবে পেয়েছিলেন পরাজয়ের স্বাদ, এবার ডাগ আউটে দেখলেন কোচ পরিচয়ে। এমন নিয়তি বার্সা কোচকে বেশ অস্বস্তির মধ্যেই ফেলেছে। কাদিজের কাছে ২-১ গোলে বার্সেলোনার পরাজয়ে নিজের পদটাকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন কুম্যান।

১৫ বছর পর লা লিগায় ফিরে চমকের পর চমক দিচ্ছে অখ্যাত ক্লাব কাদিজ। অক্টোবরে রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে নিজেদের জানান দেয় স্প্যানিশ ক্লাবটি। এবার নিজেদের মাঠে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলেও তাদের নীচে নামিয়ে দিয়েছে মেসিদের।

ম্যাচের আট মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। কর্নার থেকে আসা বলটা বুসকেতস ও গ্রিজম্যান, কেউই ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি। বল চলে যায় সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্প্যানিশ স্ট্রাইকার আলভারো জিমেনেজের কাছে। সেখান থেকে গোল করেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। প্রথমার্ধের বেশিরভাগ সময় বল দখলে রেখেও গোল শোধ করতে পারেনি বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে বার্সেলোনা। তাও আবার আত্মঘাতি গোলে। জর্দি আলবার একটা শট আটকাতে গিয়ে উল্টো নিজেদের জালে ঢুকিয়ে দেন কাদিজের স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো আলকালা। কিছুক্ষণের মধ্যেই আবারো বার্সেলোনার জাল কাঁপায় স্বাগতিকরা।  নিজেদের ভুলে আবারো পিছিয়ে পড়ে বার্সেলোনা। ডি-বক্সে সতীর্থ ক্লেমোঁ লংলের উদ্দেশে থ্রোয়িং করেছিলেন আলবা, কিন্তু বল পায়ে নিতে পারেননি ফরাসি ডিফেন্ডার। বল কেড়ে নিয়ে জয়সূচক গোলটি করেন কাদিজ ফরোয়ার্ড নেগ্রদো। পরে আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। ২৯ বছর পর বার্সাকে পরাজয়ের স্বাদ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত কাদিজের ফুটবলাররা।

২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠেছে কাদিস। ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বার্সেলোনা।

Advertisement
Share.

Leave A Reply