fbpx

২ কোটি টাকার নকল টিকা জব্দ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ নকল হেপাটাইটিস বি-এর টিকা জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে নকল ওষুধ, ডায়াগনস্টিক কিট, আল্ট্রাসাউন্ড জেল এবং টেস্ট রিএজেন্ট (আইভিডি) জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিন্দীবাস রোড এলাকার একটি বাসা থেকে এগুলো জব্দ করে র‌্যাব-১০।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন, র‌্যাব। সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

র‌্যাব জানায়, কালিন্দীবাস রোডের ওই বাসাটিতে তল্লাশী চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল হেপাটাইটিস বি ভ্যাকসিন (জেনেভ্যাক-বি), নকল ওষুধ জেসোক্যাইন ২, ডায়াগনস্টিক কিট, আল্ট্রাসাউন্ড জেল এবং টেস্ট রিএজেন্ট (আইভিডি) পাওয়া যায়। যা পরবর্তীতে জব্দ করা হয়। মূলত এগুলো রি-লেবেলিংয়ের মাধ্যমে আবার বাজারজাত করে আসছিল বলে প্রমাণ পাওয়া যায়। এগুলোর বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

এসব অপরাধে অভিযুক্ত দুই ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

এসময় র‌্যাব ১০-এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply