fbpx

২ টি কেন্দ্রে একটিও ভোট পায়নি ধানের শীষ; জামানত বাজেয়াপ্ত ৬ মেয়র প্রার্থীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২৫ টি ভোটকেন্দ্রে মাত্র একটি করে ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। আরো দুটি কেন্দ্রে একটি ভোটও পাননি ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭৩৩টি ভোটকেন্দ্রের ফল বিশ্লেষণে শেষে এক জরিপে দেখা যায়, ধানের শীষ প্রতীকে এক থেকে পাঁচটি ভোট পড়েছে ১১৯ টি ভোটকেন্দ্রে। ৬ থেকে ১০ টি ভোট পাওয়া কেন্দ্রের সংখ্যা ৬৫।

মোট ৭৩৫ টি কেন্দ্রের মধ্যে বাকি দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় বিশ্লেষণে সে তথ্য যোগ করা যায়নি। বন্দর নগরীর নির্বাচনে ভোট পড়ার হার ছিলো ২২ দশমিক ৫২ শতাংশ।

এদিকে চসিক নির্বাচনে বিজয়ী রেজাউল করিম চৌধুরী ছাড়া বাকি ৬ মেয়র পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, ‘নির্বাচনে মোট ভোটের ৮ ভাগের একভাগ বা ১২ দশমিক ৫০ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। জামানত ফেরত পাওয়ার মতো ভোট ৬ মেয়র পদপ্রার্থীর কেউই পাননি। তাই তারা জামানত হারিয়েছেন।’

জামানত হারানো ৬ মেয়র পদপ্রার্থী হলেন, বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর এম এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস্ পার্টির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।

 

Advertisement
Share.

Leave A Reply