fbpx

৩০ জানুয়ারি দেশে ইন্টারনেট ধীরগতি থাকবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৩০ জানুয়ারি রাতে দেশে ইন্টারনেটের গতি কম থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল লাইন রক্ষণাবেক্ষণের জন্য এই গতি কম থাকার আশঙ্কা করছে সংস্থাটি। রবিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।

সংস্থাটি বলছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা ক্যাবল মেরামতের পরিকল্পনা রয়েছে। সেসময় এসইএ-এমই-ডব্লিউই-৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

বিএসসিসিএল আরও জানিয়েছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন। তবে তখন দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এবং আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply