fbpx

৩৩৩ নম্বরে কল করে ৮১৯ পরিবার পেলো খাদ্য সহায়তা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে ডিএনসিসি এলাকার আট শতাধিক অসহায় ও দুস্থ মানুষ। বুধবার দুপুরে অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তার বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে একথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরে কল করা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়।

১১ই মে পর্যন্ত ৩৩ নম্বরে যারা খাদ্য সহায়তার জন্য ফোন দিয়েছিল, তাদের মধ্যে যাচাই বাছাই করে ৮১৯ জনের একটি তালিকা করা হয়। যাদের প্রত্যেকের কাছে একটি করে খাবারের প্যাকেট পৌঁছে যায়। যার মধ্যে ছিল, চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও তেল।

মেয়র আতিক বলেন, অসহায় ও দুস্থ মানুষের জন্য ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্যে সাধারণ ও সংরক্ষিত আসনের ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে এক লক্ষ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়। এরমধ্যেই খাদ্য-শস্য বিতরণও সম্পন্ন হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় মেয়র।

Advertisement
Share.

Leave A Reply