fbpx

৩৫ বছর পেরিয়ে উইন্ডোজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৯৮৫ সালের ২০ নভেম্বর উইন্ডোজ ১.০ সংস্করণ প্রথম বাজারে এসেছিলো। প্রথম সংস্করণটি সমালোচকদের কাছে তেমন একটা আস্থা অর্জন করতে পারেনি বলেই এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট।

উইন্ডোজ ১.০ কিন্তু পুরোদস্তুর অপারেটিং সিস্টেম ছিলোনা। এটি এমএস-ডসের সঙ্গে দিয়ে রাখা এক গ্রাফিক ইউজার ইন্টারফেইস বা  জিইউআই ছিল। ওই অবস্থান থেকে আজকের অবস্থানে আসতে বেশ লম্বা একটি পথ পাড়ি দিয়েছে উইন্ডোজ।

এ পথচলায় উইন্ডোজ ব্যবহারকারীরা দেখা পেয়েছেন উইন্ডোজ ৯৫, উইন্ডোজ ৯৮, এক্সপি, ভিসতা, উইন্ডোজ এমই, উইন্ডোজ ৭,৮ এবং ১০-এর। প্রতিটি উইন্ডোজ সংস্করণেই যে একই মানে সফল হয়েছে, তা নয়। তবে, মানুষ প্রত্যেকবার সাদরে গ্রহণ করেছে অপারেটিং সিস্টেমটি।

ব্যক্তিগত কম্পিউটার জগতে আধিপত্য বিস্তারকারী অবস্থানেই রয়েছে মাইক্রোসফটের এ অপারেটিং সিস্টেমটি। সামনে হয়তো ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে। কারণ, কম্পিউটারের ব্যবহার দিন দিন বাড়ছে। মোবাইল বা ট্যাবলেটের মতো ডিভাইসের ভীড়ে হারিয়ে যায়নি।

Advertisement
Share.

Leave A Reply