fbpx

৩ বছর পর ‘খনা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৩ বছর পর মঞ্চায়ন হতে যাচ্ছে বটতলার নাটক ‘খনা’। করোনার কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর এই নাটকের ৭৭তম প্রদর্শনী হতে যাচ্ছে বেইলি রোড মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ১৮ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী, সুর ও সংঙ্গীত ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল। পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া। কোরিওগ্রাফিতে মোহাম্মদ রাফি ও নাসির উদ্দিন নাদিম।

অভিনয় করছেন মোঃ আলী হায়দার, চন্দন পাল, ইভান রিয়াজ, শারমিন ইতি, তৌফিক হাসান, শেউতি শাহগুফতা, মিজানুর রহমান, হামিদুল হিল্লোল, পঙ্কজ মজুমদার, বাকিরুল ইসলাম, হুমায়ুন আজম রেওয়াজ, মুহাম্মদ সাইদ, সুমিত তেওয়ারী, হাফিজা আক্তার ঝুমা, ও কাজী রোকসানা রুমা।

নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

Advertisement
Share.

Leave A Reply