fbpx

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেটি পিএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে।’

এর আগে পিএসসির এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে পিএসসিতে বৈঠক রয়েছে। বৈঠক শেষেই ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এ বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়বে বলেও সূত্র থেকে জানা গেছে।

করোনার কারণে বার বার ৪০তম বিসিএসের ফল প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। বেশ কয়েক ধাপে মৌখিক পরীক্ষাও পিছিয়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

এর আগে ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। যেখান থেকে প্রিলিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ করার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই বলা হয়েছিল।

এর মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা ছিল। তবে আজ পিএসসির এক সূত্র থেকে জানা গেছে, বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়ানো হতে পারে।

Advertisement
Share.

Leave A Reply