fbpx

বিসিএস-এর তারিখ পরিবর্তনের দাবি, শাহবাগে মানববন্ধন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
১৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা।
১৫ মার্চ সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করে ৪১তম বিসিএস এর পরীক্ষার্থীরা।
দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার কারণে আসন্ন পরীক্ষা পেছানোর দাবি জানায় তারা।
২৫ থেকে ৩০ জন মানববন্ধনে অংশ নিলেও পরীক্ষার্থীদের একটি বড় অংশের সমর্থন আছে বলে জানিয়েছে মানববন্ধনে অংশ নেওয়া পরীক্ষার্থীবৃন্দ।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিসিএস পরিক্ষা নেওয়ার কথা জানিয়ে শিক্ষার্থীরা জানান, ‘বিসিএস পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের করোনার টিকা নিশ্চিত করার পরই বিসিএস পরীক্ষার আয়োজন করতে হবে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।‘

এদিকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯শে মার্চ কঠোর স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে ৪১তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement
Share.

Leave A Reply