fbpx

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি মাসেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি মাসের যে কোনো দিন ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল এই মাসের মধ্যে যে কোন সময়ে প্রকাশিত হতে পারে। সরকারি ছুটির মধ্যেও শুক্র শনিবার পিএসসি সকল কার্যক্রম চালু রেখেছে। আশা করি, দ্রুতই ফল প্রকাশিত হবে।

গত ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছিল ৩ লাখ ৫০ হাজার ৭১৬টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ২১ শতাংশ শিক্ষার্থী।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply