fbpx

৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতিদিন সিএনজি স্টেশন ৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিনের কোন চার ঘণ্টা বন্ধ থাকবে, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো আসেনি।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

তবে বৈঠক সূত্র থেকে জানা যায়, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান সংবাদমাধ্যমকে জানান, সিএনজি স্টেশন চার ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে, দিনের কোন সময় কয়টা পর্যন্ত বন্ধ থাকবে, তা আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে। আর এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী রবিবার বিকেল থেকে।

এর আগে, গত সোমবার (১৩ সেপ্টেম্বর) জ্বালানি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। এই সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে গতকাল মঙ্গলবার সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনায় বসে পেট্রোবাংলা। সভায় স্টেশন মালিকেরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেয়। এর পাশাপাশি, ওনার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত কার্যকরের জন্য কয়েক দিন সময়ও চায়।

Advertisement
Share.

Leave A Reply