fbpx

৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেক কমেছে। দুই দিন আগেও এখানে প্রতি কেজি দেশি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হতো, এখন তার দাম কমে ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় ও দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘কাঁচা মরিচের দাম কিছুটা কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে। যে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে কিনতে হচ্ছিল, এখন তা ৭৫-৮০ টাকায় নেমেছে।’

এক বিক্রেতা বলেন, ‘দেশের বাজারে চাহিদা মেটাতে বেশ কিছুদিন ধরে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। এতে আমদানিকৃত কাঁচা মরিচের সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। সেই সঙ্গে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদন ভালো হয়েছে। তাই বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহও আগের তুলনায় বেড়েছে।’

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘সরবরাহ কমায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। এরপর থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। মোকামগুলোতে দাম অনেকটা কমে এসেছে। বর্তমানে দেশি কাঁচা মরিচ ৫০ টাকায় নেমে এসেছে।

Advertisement
Share.

Leave A Reply