fbpx

৫৫ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় চলছে ভোটগ্রহণ। এসব পৌরসভায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় একযোগে ৭৯৩টি কেন্দ্রে। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এবার ইভিএমে ভোট নেয়া হচ্ছে ২৫টি পৌরসভায়। অন্যান্য পৌরসভাগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে। এ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় ১৭ লাখ ভোটার তাদের পৌরসভার জন্য নতুন মেয়র ও কাউন্সিলর বেছে নেবেন। এ ধাপে মেয়র পদে ২১৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬শ’১৮ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, আগের দফাগুলোর মতো এবারও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১০ হাজার ৩শ’৯ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের বাইরেও পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডের মোবাইল ও স্ট্রাইকিং টিম রাখা হয়েছে।

এর আগে, ২৮ ডিসেম্বর, ১৬ জানুয়ারি ও ৩০ জানুয়ারি পরপর তিন ধাপের ভোট শেষ হয়েছে। রবিবার চতুর্থ ধাপের পর পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply