fbpx

৬ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম।

রবিবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে ভারত থেকে পণ্য নিয়ে ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। আর এড় মধ্য দিয়েই দু’দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ প্রসঙ্গে জানান, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয়দিন দুদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পূজার ছুটি শেষে রোববার সকাল থেকে পুনরায় এই বন্দর  দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে সব ধরনের কার্যক্রম চালু ছিল বলেও জানান জামিল হোসেন।

Advertisement
Share.

Leave A Reply