fbpx

৭৪ দেশে ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর পরিস্থিতি উন্নয়নে ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার এক ঘোষণায় তারা এমনটি জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) এটাই সবচেয়ে বড় আর্থিক সহায়তা। বিশ্বব্যাংকের এ প্রতিষ্ঠান ৭৪টি দেশকে আর্থিক অনুদান দিয়ে থাকে। এই দেশগুলোর মধ্যে অধিকাংশই আফ্রিকা অঞ্চলের।

বিশ্বব্যাংক বলেছে, মহামারিসহ ভবিষ্যতের যেকোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করবে এ তহবিল।

অনুদানের এই অর্থের ২ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার এসেছে উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলো থেকে। এছাড়া পুঁজিবাজার ও বিশ্বব্যাংকের নিজস্ব তহবিল থেকেও অর্থ এসেছে।

দরিদ্র দেশগুলোর জন্য এই সহায়তাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

Advertisement
Share.

Leave A Reply