fbpx

২০৮টি আসনে এগিয়ে তৃণমূল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গে ৮ পর্বের ভোটগ্রহণ শেষে বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা হচ্ছে ২ মে সকাল থেকেই।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ভারতের জাতীয় নির্বাচন কমিশন যে ২৮৪টি আসনের ফলাফলের ট্রেন্ড জানিয়েছে, তাতে ২০৮টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, প্রধান প্রতিদ্বন্দ্বি বিজেপি পেতে যাচ্ছে মোটে ৭৭টি আসন।

বিবিসি বাংলা জানায়, তৃণমূল জিতবে বলে আশা তৈরি হলেও দলের প্রধান মমতা ব্যানার্জী একমাত্র যে আসনটি থেকে লড়ছেন, সেই নন্দীগ্রামে এখন পর্যন্ত যতদূর ভোট গণনা হয়েছে তাতে বেশ পিছিয়ে আছেন তিনি। এখানে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিজেপির শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলেই ছিলেন।

মমতা ব্যানার্জী যদি শেষ পর্যন্ত হেরেই যান এবং তার দল যদি জেতে তাহলে আবার মুখ্যমন্ত্রী হতে হলে তাকে ছয় মাসের মধ্যে কোন একটা আসনে উপনির্বাচনে বিজয়ী হয়ে আসতে হবে।

Advertisement
Share.

Leave A Reply