fbpx

৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে সেমিস্টার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেখানে বলা হয়, প্রথম সেমিস্টার পরীক্ষার পর কমপক্ষে দুই-তিন সপ্তাহ বিরতি দিয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। পাশাপাশি থাকবে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও। পরিস্থিতির অবনতি হলে অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে।

জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান এই বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগামী মাসের ৭ তারিখ থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প হিসেবে অনলাইনে পরীক্ষার প্রস্তুতিও থাকবে। যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে ১০ অক্টোবরের মধ্যেই অনলাইনে পরীক্ষা শুরুর চেষ্টা থাকবে।’

Advertisement
Share.

Leave A Reply