fbpx

৭ মাসের মধ্যে স্বর্ণের দামের সর্বনিম্ন পতন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ববাজারে গেল সাত মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্নে গিয়ে পৌঁছেছে। গত সপ্তাহে দামের এ পতন হয়। একই সঙ্গে দাম কমেছে রূপারও।

জানা গেছে, গত এক সপ্তাহে স্বর্ণের দাম ২ দশমিক ১৪ শতাংশ এবং রূপার দাম কমেছে দশমিক ৩০ শতাংশ।

করোনার কারণে বেশ কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। বিশ্ববাজারে এই দাম কমে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা কমিয়ে ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা করে বিক্রি হচ্ছে।

তবে আগের দামেই রুপা বিক্রি হচ্ছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা।

Advertisement
Share.

Leave A Reply