fbpx

৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লাইনচ্যুত বগির উদ্ধার কাজ ও লাইন মেরামতের প্রায় ৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ফের রেল চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, ‘বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে। ভোর পৌনে ৬টার দিকে বগির উদ্ধার কাজ শেষ হয়। এরপর লাইন মেরামত করে ৬ টা ৫০ মিনিটে লাইন চালু করা হয়। সকাল ৭টায় নির্ধারিত সময়ে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এখন সব ট্রেনই চলাচল করবে।’

এর আগে সোমবার রাত ৯ টা ৪৫ এর দিকে রাজশাহীর চারঘাটের সরদহ স্টেশন থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেসের বগি ট্রেন লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Advertisement
Share.

Leave A Reply