fbpx

অষ্টম দফা বৈঠকেও কোনো সমাধান পাননি ভারতের কৃষকরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অষ্টম বারেরমত কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠকে বসলেন কৃষক প্রতিনিধিরা। শুক্রবারের বৈঠকেও কোনো সমাধানে আসেনি দুই পক্ষ।

এর পরও আরও আগামী ১৫ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আর এক দফা বৈঠকে বসতে রাজি হয়েছেন কৃষকরা।

আন্দোলনকারীরা  সাফ জানিয়ে দিয়েছে, কেবল আইন বাতিল হলেই রাজপথ ছাড়বেন তারা। তবে অবস্থানে এখনও অনড় রয়েছে সরকারও। জানানো হয়েছে,  আইন বাতিলের প্রশ্নই ওঠে না। তবে কৃষকদের অন্য যে কোনও প্রস্তাব বিবেচনা করতে রাজি আছে কেন্দ্র।

এদিকে, দাবি আদায় না হলে, আগামী ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজধানীর পথে ট্র্যাক্টর র‍্যালি করার হুঁশিয়ারি দেন কৃষকরা। এর আগে বৃহস্পতিবার সাড়ে তিন হাজারেরও বেশি ট্রাকটর নিয়ে দিল্লি সীমান্তে বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন হাজারো কৃষক।

গত বছর সেপ্টেম্বরে, দেশটির কৃষিখাত সংস্কারের তিনটি কৃষি আইন পাস হয়। মোদি সরকারের দাবি, নতুন আইনে মধ্যসত্ত্বভোগীদের অত্যাচার থেকে মুক্তি পাবে কৃষকরা। তবে কৃষকরা মনে করছেন, এই আইনে বড় প্রতিষ্ঠানগুলোই লাভবান হবে এবং ক্ষতির মুখে পড়বেন তারা। আইন বাতিলের দাবিতে টানা ৪৪ ধরে বিক্ষোভ করে আসছেন হাজারো কৃষক।

Advertisement
Share.

Leave A Reply