fbpx

যুক্তরাষ্ট্র আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এর আগে অস্ত্র দিতে কিছুটা পিছিয়ে এলেও আবারও ইউক্রেনে আবারও বিপুল অংকের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার মতো অর্থ নেই জানিয়ে দিলেও নতুন সহায়তা প্যাকেজের আওতায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে।

এই সহায়তা প্যাকেজের ঘোষণা দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বলেন, এই সহায়তা ইউক্রেনের অস্ত্রগুলোকে স্বল্প সময়ের জন্য হলেও সচল রাখবে। এই সহায়তা ইউক্রেনকে কয়েক সপ্তাহের জন্য ডিফেন্স লাইনে ঠিকে থাকতে সাহায্য করবে।

তিনি বলেন, এটি সাময়িক সমাধান, ইউক্রেনের চাহিদা মেটাতে এই সাহায্য কোনো অর্থেই যথেষ্ট নয়।
গত প্রায় তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে যুক্তরাষ্ট্র এই ধরনের সহায়তা পাঠাতে চলেছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, প্যাকেজের মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply