fbpx

যে কারণে তিন দিনের বৃষ্টি তৈরি করতে হলো নির্মাতাকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গল্পের প্রয়োজনে বৃষ্টি দরকার। কিন্তু বৃষ্টি তো চাইলেই পাওয়া যায় না। সে কি আর কারো কথা শোনে? তবে কথা শোনে, নাটক সিনেমার বৃষ্টি ডিরেক্টরের কথা শোনে।

এই যেমন টানা তিনদিন ঢাকায় বৃষ্টি নামিয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। শুটিংয়ের প্রয়োজনে কৃত্রিম বৃষ্টি তৈরি করেছিলেন তিনি।

আর সেই বৃষ্টিতে আটকে পড়া এক জুটির গল্প নিয়েই তৈরি হচ্ছে আরিয়ানের ‘হ্যালো শুনছেন?’ নাটকটি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘এটা অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিনদিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক। যার মধ্যে অন্যতম হলো এই নাটকটি। সবগুলো নাটক ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Advertisement
Share.

Leave A Reply