fbpx

মেসি এখন পিএসজির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি যোগ দিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। মঙ্গলবার প্যারিসে পৌঁছেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির ফ্রান্সের রাজধানীতে পৌঁছানোর খবর এক ভিডিও বার্তায় জানিয়েছে স্বয়ং প্যারিসের ক্লাবটি। সেখানে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পড়া এক ফুটবলারের ছবি সেখানে ভেসে ওঠে এবং আইফেল টাওয়ারের সামনে ছয়টা ব্যালন-ডি-অরের ছবি প্রমাণ করে ওটা মেসি ছাড়া আর কেউ নন।

নিজের ব্যাক্তিগত বিমানে করে প্যারিসে পৌঁছেছেন মেসি। প্যারিসের এয়ারপোর্টে পৌঁছানোর পর হাজার হাজার ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন মেসি। মেসিকে হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদনের জবাব দিতে দেখা যায়। মেসি তখন সাদা টি-শার্ট পড়া অবস্থায় ছিলেন, যে টি-শার্টে লেখা ‘এটাই প্যারিস’।

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন, এই গুঞ্জন আগেই ছিল, অবশেষে সেটা সত্য হলো। মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে পিএসজি। প্যারিসের ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি দুই বছরের। এমনকি সেই চুক্তি ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানোরও সুযোগ থাকবে। এ সময় মেসি বছরে বেতন পাবেন ৩৫ মিলিয়ন ইউরো, যা ৪১ মিলিয়ন ইউএস ডলার।

Advertisement
Share.

Leave A Reply