fbpx

ভারতে অজ্ঞাত রোগে আক্রান্ত তিন শতাধিক মানুষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের অন্ধ্রপ্রদেশে অজানা রোগে আক্রান্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও প্রায় ৩শ জন। তাদের মধ্যে ৪৬ শিশুও রয়েছে। রাজ্যের ইলুরু এলাকায় এই রোগ দেখা দেয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অসুস্থদের মধ্যে খিঁচুনি, হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা, কাঁপুনি ও মুখে ফেনা তোলার মতো লক্ষণ দেখা যাচ্ছে। অসুস্থদের প্রত্যেকের স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোগের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তবে এরই মধ্যে  ১৪০ জন সুস্থ হয়ে উঠেছেন । তারা বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থদের চিকিৎসায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, শনিবার ইলুরুর চারটি পৃথক এলাকায় ৪৫ জনের মধ্যে এসব লক্ষণ দেখা দেয়। এরপর থেকে বিভিন্ন এলাকায় অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে। অসুস্থ হওয়া সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছেন।

 

 

Advertisement
Share.

Leave A Reply