fbpx

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। আর ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে । আগের সূচি অনুযায়ী কাল, (২২ জুন) ফরম পূরণের শেষ দিন ছিল।

সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। এর আগে দেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার।

Advertisement
Share.

Leave A Reply