fbpx

বছরের প্রথম দিনেই বেড়েছে মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে চলছে শীতের আমেজ। আর শীতের মাঝে সব সময়ই আশঙ্কা থাকে সকল ধরনের রোগ-বালাই বেড়ে যাওয়ার। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ এসে সেই আশঙ্কা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায়, বছরের শেষ দিনটি থেকে আজ নতুন বছরের প্রথম দিন সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুন বেড়েছে। তবে, এই একদিনে শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৭০ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া, করোনায় একদিনে দেশে সুস্থ হয়েছেন ২০৩ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply