fbpx

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার উৎসব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করার লক্ষ্যে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরার ওপর দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গতকাল রাত থেকেই সাগরে ছুটতে শুরু করেন জেলেরা। নদীতে শত শত নৌকা ট্রলার নিয়ে জেলেরা নেমে পড়েন ইলিশ শিকারে। ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ।

২২ দিন পর এবারে ইলিশ বিক্রির টাকায় বিগত দিনের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন জেলেরা। এরইমধ্যে ভোলা সদরের তুলিতলী মাছ ঘাটের আড়তে প্রথম দিনেই ৬০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়েছে।

মৎস্য কর্মকর্তারা বলছেন, অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে। এ বছর ইলিশ আহরনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশা করছেন তারা।

Advertisement
Share.

Leave A Reply