fbpx

কারাবন্দী মুশতাক আহমেদের মৃত্যুতে গাফিলতি পায়নি তদন্ত কমিটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া বন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে কারা কর্তৃপক্ষের কোন গাফিলতি পায়নি তদন্ত কমিটি।

বুধবার (৩ মার্চ) রাতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা আজ (বুধবার) তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিয়েছি। এ ছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও একটা তদন্ত কমিটি আছে। তাদের প্রতিবেদনেও যদি কোনও গাফিলতি পাওয়া, আমরা সেটা দেখে ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেন। এর পরদিন একজন ডিআইজি প্রিজনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply