fbpx

কেরাণীগঞ্জে বিএলএফের ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদযাপন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেরাণীগঞ্জে অবস্থিত স্থানীয় পোশাক তৈরি কারখানায় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)।

দাতা সংস্থা মনডিয়াল এফএনভি- এর সহায়তায় সোমবার (১৩ জুন) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এই কর্মসূচিতে কেরাণীগঞ্জের ৩টি শ্রমিক ইউনিয়নও যুক্ত হয়।

সকাল ১১টায় কেরাণীগঞ্জের নাগরমহল রোডের তানাকা টাওয়ার চত্ত্বরে এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। এরপর বর্ণাঢ্য র‍্যালি, গণস্বাক্ষর সংগ্রহ অভিযান এবং পথযাত্রার মাধ্যমে দিনব্যাপী শিশুশ্রম বিরোধী বিশেষ ক্যাম্পেইন চালানো হয়।

কেরাণীগঞ্জে বিএলএফের ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদযাপন

বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) মাহমুদুল হাসান খান এর সঞ্চালনায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এ কে এম সালাহ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেরাণীগঞ্জের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী।

তিনি তার বক্তৃতায় বলেন, ‘শিশুশ্রম যে একটা অপরাধ সেটা বোঝাতেই আমাদের আজকের আয়োজন। সব অপরাধ শাস্তি দিয়ে কমানো যায় না। কিছু বিষয় নিজের বিবেক দিয়ে বিবেচনা দিয়ে ঠিক করতে হয়। শ্রমিক নেতৃবৃন্দকে প্রেশার গ্রুপ হয়ে উঠতে হবে। সরকারকে প্রেশার দিতে হবে, মালিককে প্রেশার দিতে হবে।’

সভাপতির বক্তব্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এ কে এম সালাহ উদ্দিন বলেন, ‘কেরাণীগঞ্জকে শিশুশ্রম নিরসনে রোল মডেল করা হবে। এলক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এর কোন বিকল্প নাই। সরকারের কার্যক্রমে যারা সাড়া দেবেন না, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। প্রয়োজনে মামলা দিবো।‘

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর মহাসচিব জেড এম কামরুল আনাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুশ্রম নিরসন করার ঘোষণা দিয়েছেন। ২০২৩ সালের মধ্যে কেরাণীগঞ্জ থেকে শিশুশ্রম নিরসন করতে সরকার, ডাইফি, মন্ত্রণালয় কর্তৃক কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। প্রথম বছর আমরা ক্যাম্পেইন করবো। কিন্তু এক বছর পর সরকার অ্যাকশানে যাবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে বিএলএফও কাজ করবে। তাই সরকার আইন প্রয়োগের আগেই আসেন আমার সচেতন হই।‘

কেরাণীগঞ্জের বিভিন্ন স্থানীয় পোশাক তৈরি কারখানার মালিক ও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনা সভা ও র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালির পর গণস্বাক্ষর সংগ্রহ ও পথযাত্রা শুরু হয়, যা চলে বিকেল পর্যন্ত।

কেরাণীগঞ্জে বিএলএফের ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদযাপন

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ‘আমরা শিশুশ্রম বন্ধ করবো’ লেখা ব্যানারে স্বাক্ষর করেন। আর নানারঙের হাতের ছাপ দিয়ে ‘আমরা কাজ করতে চাই না’ লেখা ক্যানভাস রাঙিয়ে তোলে শিশুরা। এছাড়া শিশুশ্রম বন্ধে মাইকিং করা হয়।

Advertisement
Share.

Leave A Reply