fbpx

টিকা নেবেন খালেদা জিয়া, করলেন নিবন্ধন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের টিকা নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে তিনি টিকার জন্য নাম নিবন্ধন করেছেন।

রাজধানীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন। তবে কবে তিনি টিকা নিতে যাবেন তা এখনো নিশ্চিত করা হয়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দলটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া তিন বছর আগে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। মোট দুই দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply