fbpx

‘আমি এবং ফেরদৌস কুড়িগ্রামের মানুষের ভালোবাসায় মুগ্ধ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। পর্দার এই দুই তারকা বাস্তব জীবনে ভালো বন্ধু। এর আগে ফেরদৌস-আখিঁ দুজনে বিজ্ঞাপন ও স্টেজ শোতে কাজ করেছেন।

সেই ধারাবাহিকতায় আবারও মঞ্চে উঠলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক-গায়িকা। তবে এবারের আয়োজন একটু ভিন্ন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই পারফর্ম করেন আঁখি-ফেরদৌস। উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আঁখি আলমগীরের কণ্ঠের জাদুতে মুগ্ধ হন কুড়িগ্রামের মানুষ। অন্যদিকে ফেরদৌসের নাচ এবং গানের প্রশংসা করেন উপস্থিত দর্শক।

এ প্রসঙ্গে আঁখি আলমগীর বিবিএস বাংলাকে বলেন, ‘কুড়িগ্রামে এই মঞ্চে এটা আমার দ্বিতীয় শো। এর আগে আমি কুড়িগ্রাম শো করেছি এমন খুব কম দেখা যায় যে এক মঞ্চে এক শিল্পীকে বারবার ডাকেন পারফর্ম করার জন্য। কিন্তু আমার ক্ষেত্রে এমনটাও হয়েছে যে, আমি এক মঞ্চে সাত থেকে আটবারও শো করেছি। সবমিলিয়ে কুড়িগ্রামের এই শোটা আমার জন্য অন্যরকম একটা ভালোলাগার মুহূর্ত ছিল। আমার সাথে ফেরদৌস ছিলেন তার সাথে দেশ বিদেশে বহু শো করেছি একসঙ্গে। ফেরদৌস আমাদের ‘বাবুজি’ গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছে। সবমিলিয়ে আমি এবং ফেরদৌস কুড়িগ্রামের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছি।’

এ সময় অনুষ্ঠান উপভোগ ও প্রিয় তারকাদের দেখতে মাঠে ভিড় জমায় হাজার হাজার শ্রোতা-দর্শক। এমনকি অনেকে জায়গা না পেয়ে গাছের ডালে, ভবনের ছাঁদে উঠেও দেখেন অনুষ্ঠানটি।

‘আমি এবং ফেরদৌস কুড়িগ্রামের মানুষের ভালোবাসায় মুগ্ধ’বছর পূর্তির ওই অনুষ্ঠানের প্রথম পর্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল প্রতিষ্ঠানটি।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এই অনুষ্ঠানে ২০ থেকে ২৫ হাজার শ্রোতা-দর্শক উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply