fbpx

আলিয়া নয়, ঋষি কাপুর ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলেন অন্য কারও সাথে

Pinterest LinkedIn Tumblr +

বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বলা হয় প্লে বয়। কারন, একটার পর একটা প্রেমিকা পাল্টাতে ওস্তাদ এই  অভিনেতা। তিনি যখন দীপিকা পাড়ুকোনের সাথে প্রেম করতেন তখনও যেমন তাদের নিয়ে সবার আলোচনা চলতো কবে তারা বিয়ে করতে যাচ্ছেন তেমনি বর্তমান প্রেমিকা আলিয়াকে নিয়েও একই রকম আলোচনা চলে।

তবে মজার কথা কী জানেন, আলিয়া নয় বরং অন্য একজনের সাথে ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলেন বাবা ঋষি কাপুর। ২০১৮ সালে ঋষি কাপুর একটি টুইট করেন। আর সেটা পড়েই হাসিতে ফেটে পড়েন সবাই। ছেলে রণবীর এবং প্রযোজক অয়ন মুখার্জীর বন্ধুত্ব দেখে ঋষি কাপুর নাকি এই মজার উক্তি করেন।

আলিয়া নয়, ঋষি কাপুর ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলেন অন্য কারও সাথে

রণবীর কাপুর এবং অয়ন মুখার্জীর বন্ধুত্ব বলিউডে সর্বজনবিদিত। ছবি: সংগৃহীত

টুইটারে রণবীর ও অয়নের একটি ছবি পোস্ট করে ঋষি কাপুর লেখেন, ‘বেস্ট ফ্রেন্ড’। তোমরা দুজনে এবার একে অপরকে বিয়েটা করেই ফেলো।’

‘ওয়েক আপ সিড’ সিনেমা দিয়ে প্রথমবারের মত রণবীর কাপুর এবং অয়ন মুখার্জী প্রথমবার একসঙ্গে কাজ করেন পরিচালকের ডেবিউ ছবি ‘ওয়েক আপ সিড’ সিনেমায়। শুধু সিনেমার সূত্রেই নয়, সেটের বাইরেও সর্বক্ষণের সঙ্গী তারা।

Share.

Leave A Reply